বিএনএ, রাউজান (চট্টগ্রাম): রাউজানের কদলপুরে ফজলে রাব্বি চৌধুরী জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে । বৃহস্পতিবার ( ২৩ সেপ্টেম্বর ) বিকালে কদলপুর আশ্রয়ণ প্রকল্পের পাশে মরহুম এবি এম ফজলে রাব্বি চৌধুরী জামে মসজিদের ভিত্তিপ্রস্থর প্রদান করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ।
রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইরফান আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফজলে রাব্বি চৌধুরী জামে মসজিদের ভিত্তিপ্রস্থর প্রদান অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, কামাল উদ্দিন, রাউজান পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা প্রবীন শিক্ষক সিরাজুল ইসলাম, মুসলিম উদ্দিন জয়নাল, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, তসলিম উদ্দিন চৌধুরী, রোকন উদ্দিন, ভুপেশ বড়ুয়া, সৈয়দ আবদুল জব্বার সোহেল, যুবলীগ নেতা মেম্বার কমল চক্রবর্তী, নাসির উদ্দিন, জয়নাল, রাশেদ, মুরাদুল আলম চৌধুরী, যুবলীগ নেতা সুমন দে, শওকত উদ্দিন চৌধুরী, মসজিদের জন্য ভুমিদাতা সালাউদ্দিন চৌধুরী ও কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ ।
পরে রাউজানের কদলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হজরত আশরফ শাহ (রাঃ) এর মাজারের পাশে আশরাফ নগরে নব নির্মিত মরিয়াম জালাল জামে মসজিদের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ।
বিএনএ/ শফিউল আলম, ওজি