27 C
আবহাওয়া
৮:০২ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » আশুগঞ্জে ৩০ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

আশুগঞ্জে ৩০ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

আশুগঞ্জে ৩০ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও চায়না রিং(ম্যাজিক) জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। যার আনুমানিক মূল্য নয় লক্ষ বিশ হাজার টাকা।

বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মৎস্য অফিসার রওনক জাহানের নেতৃত্বে আশুগঞ্জ থানা পুলিশের সহায়তায় আশুগঞ্জের মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।পরে জব্দকৃত জালগুলিকে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।

উল্লেখ্য যে, চায়নার রিং জাল বা ম্যাজিক জাল এক ধরনের বিশেষ ফাঁদ। এটি প্রায় ৬০ থেকে ৮০ ফুট লম্বা। ছোট ছোট কক্ষ বিশিষ্ট খোপের মতো। এ জাল খাল-বিল, নদী-নালা ও জলাশয়ে বাঁশের খুঁটির সঙ্গে জালের দু’মাথা বেঁধে রাখা হয়। ছোট-বড় সব ধরনের ডিমওয়ালা মাছ এ জালে আটকা পড়ে।

উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান বলেন, চায়না জাল, কারেন্ট জালসহ যে জাল দিয়ে পোনা মাছ ধরা হয় সেসব জাল আমাদের দেশে নিষিদ্ধ। সর্বনাশা এই জালের ব্যবহার আমাদের মৎস্য সম্পদকে হুমকির মুখে ফেলবে।মৎস্য সম্পদ রক্ষায় এজাতীয় অভিযান অব্যাহত থাকবে।

বিএনএ/ গোলাম সারোয়ার, ওজি

Loading


শিরোনাম বিএনএ