25 C
আবহাওয়া
৭:২৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আগুন

বিএনএ ডেস্ক : আশুলিয়ায় এবি নিটওয়্যার লিমিটেড নামে একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার কুটুরিয়ার দেওয়ান মার্কেট এলাকার এবি নিটওয়্যার লিমিটেড কারখানায় এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুরের দিকে ওই কারখানায় কাজের সময় ভারী বস্তুর ঘর্ষণে আগুন লাগে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আগুনের ঘটনায় কারখানার প্রায় ৫লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে।

বিএনএ/ ইমরান খান,ওজি

Loading


শিরোনাম বিএনএ