27 C
আবহাওয়া
২:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » শাহজালালে দুই কোটি টাকার ২৫টি স্বর্ণের বার উদ্ধার,আটক ১

শাহজালালে দুই কোটি টাকার ২৫টি স্বর্ণের বার উদ্ধার,আটক ১


বিএনএ,ঢাকা :রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫টি স্বর্ণের বার উদ্ধারসহ সৌদি আরব প্রবাসী এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম।বুধবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এ যাত্রীকে আটক করা হয়আটক ব্যক্তির নাম মোহাম্মদ রিপন। উদ্ধার করা সোনার বারগুলোর ওজন ২ কেজি ৯০০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সৌদি এয়ারলাইন্সের বিমান থেকে এক যাত্রীকে আটক করা হয়। ওই যাত্রীর হাতে থাকা হুডি জ্যাকেটের হাতা তল্লাশি করে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। পাসপোর্ট অনুসারে আটক যাত্রীর নাম মোহাম্মদ রিপন। তার বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক ফৌজদারি মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ