বিএনএ, বিশ্বডেস্ক : গাজায় ইসরায়েলি হামলায় অন্তত আরও ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে শুধু গাজা সিটিতেই ৩৭ জন নিহত হয়েছেন।
আল জাজিরার খবরে বলা হয়, গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। ওই স্কুলের আঙিনায় অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন বহু ফিলিস্তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস যদি যুদ্ধ শেষ করার ইসরায়েলের শর্ত না মানে তবে গাজার সবচেয়ে বড় শহর গাজা সিটি ধ্বংস করে দেওয়া হবে।
বিএনএ/ ওজি/শাম্মী