25 C
আবহাওয়া
৩:৩২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » দ্বিতীয় দিনের মতো টিএসসিতে চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি

দ্বিতীয় দিনের মতো টিএসসিতে চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি

দ্বিতীয় দিনের মতো টিএসসিতে চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি

বিএনএ, ঢাকা: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চলমান বন্যায় আক্রান্ত মানুষকে সহযোগিতা করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে টিএসসিতে এই কর্মসূচি শুরু হয়। এর আগে বৃহস্পতিবার ‘গণত্রাণ’ কর্মসূচির প্রথম দিনে অনলাইন ও অফলাইনে ২৯ লাখ ৭৬ হাজার ১৭৩ টাকা এবং বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী সংগ্রহ করা হয়েছে। এই কর্মসূচি আজ রাত ১০টা পর্যন্ত গণত্রাণ কর্মসূচি চলমান থাকবে।

সরেজমিনে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি স্বেচ্ছাসেবীদল টিএসসির সঞ্জিব চত্বরের ফটকে বসে ত্রাণ সংগ্রহ করছেন। ঢাকা শহরের নারী, পুরুষ, শিশু থেকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নগদ অর্থসহ বিভিন্ন ত্রাণসামগ্রী তাদের কাছে এসে জমা দিচ্ছেন। এর মধ্যে কে কী জমা দিচ্ছেন এবং নগদ টাকার পরিমাণ স্বেচ্ছাসেবী দলটি লিখে রাখছে৷ নগদ অর্থ ব্যতীত অন্যান্য যে মালামাল ত্রাণসামগ্রী হিসেবে দেওয়া হচ্ছে, সেগুলো স্বেচ্ছাসেবী আরেকটি দল টিএসসি ক্যাফেটেরিয়াতে সেই সামগ্রীগুলো নিয়ে যাচ্ছে। সেখানে আরেকটি দল সেগুলো প্যাকেজিংয়ের কাজ করছে। প্যাকেজিং সম্পূর্ণ হওয়ার পর সেগুলো টিএসসির গেমসরুমে নিয়ে যাওয়া হচ্ছে।

ত্রাণগুলো প্যাকেটজাত করার পর বন্যাপীড়িত বিভিন্ন এলাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হলে ত্রাণ সহায়তা করার জন্য শিক্ষার্থীরা টাকা তুলছেন। বন্যায় আক্রান্ত মানুষের জন্য কাপড় দিতে হলগুলোতে কাপড় সংগ্রহ করা হচ্ছে।

সেগুলো ওয়াশিং মেশিনে ধৌত করে, আয়রন করে প্যাকেটজাত করে বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার কথা রয়েছে। এর বাইরেও বিভিন্ন বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের এলাকাভিত্তিক সংগঠনগুলো থেকেও অর্থ সহায়তা নেওয়া হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্রাণ সহায়তায় টিএসসি ছাড়াও অনলাইন মোবাইল ব্যাংকিং ও ব্যাংকের মাধ্যমে ত্রাণ সহায়তা করা যাবে। মোবাইল ব্যাংকিং : বিকাশ ও নগদ : 01886969859। রকেট : 018869698597।

মোবাইল ব্যাংকিংয়ের নাম্বার দুটি মার্চেন্ট অ্যাকাউন্ট। তাই টাকা পাঠানোর সময় অবশ্যই পেমেন্ট করতে হবে।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ