15 C
আবহাওয়া
৬:৫৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » বরিশালে ডেঙ্গুতে ৩জনের মৃত্যু

বরিশালে ডেঙ্গুতে ৩জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু ১০, হাসপাতালে ভর্তি ১৯৮৪

বিএনএ, বরিশালঃ বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন সরকারি হাসপাতালে আরও ১৯২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৯২ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ৭৭ জন, পটুয়াখালীতে ৪৮ জন, পিরোজপুরে ৩৩ জন, ভোলায় ২০ জন, বরগুনায় ১২ জন ও ঝালকাঠিতে দুইজন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন ডেঙ্গুরোগী মারা গেছেন। বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, ভোলায় চারজন, বরগুনায় তিনজন ও পিরোজপুরে দুজন।

বিএনএ/  কাজল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ