38 C
আবহাওয়া
৬:১৪ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ভোট চুরির প্রকল্প হিসেবে ইভিএম ব্যবহারের ঘোষণা: খসরু

ভোট চুরির প্রকল্প হিসেবে ইভিএম ব্যবহারের ঘোষণা: খসরু

ভোট চুরির প্রকল্প হিসেবে ইভিএম ব্যবহারের ঘোষণা: খসরু

বিএনএ ডেস্ক: ভোট চুরির প্রকল্প নিয়েছে সরকার, সেই প্রকল্প বাস্তবায়নে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভোট চুরির সে প্রকল্পেরই বাস্তবায়ন করছে কমিশন। এমন অভিযোগ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এ কথা বলেন আমীর খসরু। তিনি বলেন, ব্যালট পেপারের বাইরে ইভিএমে ভোট নেয়ার কোনো সুযোগ নেই।

বিএনপি নেতা বলেন, নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তে জনগণ অবাক নয়। দেশের ১৮ কোটি জনগণ জানে ভোট চুরি করার জন্যই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বলেন, ভোট চুরির দায়ে জড়িত নির্বাচন কমিশনসহ সকলকে একদিন জনগণের কাঁঠগড়ায় দাঁড়াতে হবে।

আমীর খসরু বলেন, কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে, সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ আছে। ফলে, নির্বাচনকালীন সরকার চূড়ান্ত হওয়ার আগে ইভিএমের আলোচনা অবান্তর। জনগণ এসব মানবে না।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ