20 C
আবহাওয়া
৯:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন

বিএনএ ডেস্ক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূণ্য হওয়া গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশনের সভায় ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। সভা শেষে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, গাইবান্ধা-৫ শূণ্য আসনে ভোট গ্রহণ আগামী ১২ অক্টোবর। সেখানে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৬-১৮ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। আর প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর।

কমিশনের সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্য চার কমিশনারেরও উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া গত ২২ জুলাই দিনগত রাতে যুক্তরাষ্ট্রের একটি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার দুদিন পর আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপণ জারি করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ