20 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৭, ২০২৫
Bnanews24.com
Home » চার হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চার হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চার হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে চার হাজার ইয়াবা বড়িসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার ( ২২ আগস্ট ) নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোডে বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- লোহাগাড়া থানার চরম্বা এলাকার আলী আহমদের বাড়ি আলী আহমদের ছেলে জাহেদুল আলম(৩১) এবং বান্দরবান সদরের ৩০৯ নং দক্ষিণ হাঙ্গর মৌজা এলাকার শফিকুর রহমান পাড়ার জালাল আহমদের ছেলে মোহাম্মদ ফরমানু উল্লা(২৪)।

সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার ( জন সংযোগ) মো. শাহাদাৎ হুসেন রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪ হাজার ইয়াবা বড়ি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ