24 C
আবহাওয়া
২:৫৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ঝিনাইদহে সাড়ে ৬ কেজি রুপাসহ আটক দুই

ঝিনাইদহে সাড়ে ৬ কেজি রুপাসহ আটক দুই

ঝিনাইদহে সাড়ে ৬ কোজি রুপাসহ আটক দুই

বিএনএ, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে সাড়ে ৬ কেজি রুপার গহনাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। রোববার রাতে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার বিওপির সামনে থেকে যমুনা ডিলাক্স নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই রুপা উদ্ধার করা হয়।

এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জীবননগরের মেদেনীপুর গ্রামের সুলতানের ছেলে মোঃ আনন্দ (৫০) ও মহেশপুরের তৈলটুপি গ্রামের ফজল করীমের ছেলে মোঃ আব্বাস আলী (৪০) আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম খান জানান, ৬টি পলিথিন প্যাকেটে রুপার গহনা গুলো দুই পায়ের রান ও কোমরে বাধা ছিল। অভিযানে ৬ কেজি ৬৫৮ গ্রহ রুপা ছাড়াও ১টি মোবাইল ও বাংলাদেশী নগদ ২,৪০৪/- টাকা জব্দ করা হয়।

বিএনএনিউজ/আতিক/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ