বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ সহ সাত ব্যবসায়ীকে জরিমানা ও মামলা প্রদান করা হয়েছে। সোমবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার বেগুন বাড়ী ও বিদ্যাগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বেগুন বাড়ী, বিদ্যাগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৬০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত টান বিড়ি, রাজু বিড়ি, স্টার বিড়ি জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র অবৈধভাবে বিভিন্ন বাজারে নকল বিড়ি বিক্রি করে আসছিল। এসকল বিড়ি সম্পূর্ণ অবৈধ বিড়ি।
বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।