22 C
আবহাওয়া
১১:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » তিন মাসের ছুটিতে আটকা পড়েছে ৮৬২ দক্ষিণ কোরিয়া প্রবাসী

তিন মাসের ছুটিতে আটকা পড়েছে ৮৬২ দক্ষিণ কোরিয়া প্রবাসী

তিন মাসের ছুটিতে আটকা পড়েছে ৮৬২ দক্ষিণ কোরিয়া প্রবাসী

বিএনএ ডেস্ক  : তিন মাসের ছুটিতে দেশে এসে প্রায় দুই বছর যাবৎ আটকে আছেন ৮৬২ (কমিটেড রি এন্ট্রি কর্মী) দক্ষিণ কোরিয়া প্রবাসী ইপিএস কর্মী। শুধু তাই নয়, নতুন ভিসা প্রাপ্ত আরো প্রায় এক হাজার ১০০ ইপিএস কর্মী বিদেশে যেতে পারছেনা । ফলে প্রায় দু’বছর যাবৎ সরকার প্রতি মাসে প্রায় ৩০ কোটি টাকার অধিক রেমিট্যান্স থেকে বঞ্চিত হচ্ছে।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দেশে আটকে থাকা দক্ষিণ কোরিয়া প্রবাসী কমিটেড রি এন্ট্রি কর্মীরা।
তারা তাদের দুর্দশার কথা বলতে গিয়ে জানান, দক্ষিণ কোরিয়া ২০০৮ সাল থেকে এম্প্লয়মেন্ট পার্মিট সিস্টেম ইপিএস এর মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী সংগ্রহ করে আসছে। বাংলাদেশি কর্মীরা বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়া প্রবেশ করে থাকেন। ২০০৮ সাল থেকে অদ্যাবধি প্রায় ২১ হাজার ৯৩৩ জন বাংলাদেশী কর্মী ইপিএস এর মাধ্যমে দক্ষিণ কোরিয়া গমণ করেন।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, দক্ষিণ কোরিয়া বাংলাদেশি কর্মীরা অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছেন। সেদেশের আইন অনুযায়ী কোরিয়া প্রবেশ করে একই কোম্পানিতে চার বছর ১০ মাস কাজ করার পর কমিটেড কর্মী হিসেবে পূর্বের কোম্পানিতে পুনরায় প্রবেশ করা যায়। এজন্য ৯০ দিনের বাধ্যতামূলক ছুটিতে রি এন্ট্রি কমিটেড হিসেবে ৮৬২ প্রায় এক হাজার ১০০ জন ইপিএস কর্মী ভিসাপ্রাপ্ত হলেও যেতে পারছেন না।

সংবাদ সম্মেলনে তারা বলেন, প্রায় দু’বছর যাবত করোনা প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের মার্চ মাস থেকে বাংলাদেশ ভিসা নিষিদ্ধ নিষেধাজ্ঞার কবলে পড়ে। আমাদের দেশের করোনার পরিস্থিতি কিছুটা উন্নতি হলে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভিসা নিষেধাজ্ঞা উঠিয়ে দেয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ভিসা নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার পরও কমিটেড কর্মীরা দক্ষিণ কোরিয়া প্রবেশ করতে পারেনি। নিষেধাজ্ঞা উঠিয়ে দেয়ার পরে ছুটিতে আসা ইপিএস সহ অন্যান্য ভিসাধারী বাংলাদেশি ব্যক্তিরা দক্ষিণ কোরিয়া গিয়ে করোনা পজিটিভ ধরা পড়ে। যার ফলে পুনরায় নিষেধাজ্ঞার কবলে পড়ে বাংলাদেশ এর ফলে আটকে থাকা দক্ষিণ প্রবাসী দক্ষিণ কোরিয়া প্রবাসীদের আশার আলো নিভতে শুরু করে। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে দেশে আটকে থাকা ইপিএস কর্মী এস.এম আলী, মৃদুল সোম, মনজুরুল ইসলাম, রথীন্দ্র কুমার দে সহ অনেকে উপস্থিত ছিলেন।

বিএনএ/আজিজুল,ওজি

Loading


শিরোনাম বিএনএ