19.5 C
আবহাওয়া
৪:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ে নামছেন জোলি

তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ে নামছেন জোলি

জোলি

বিনোদন ডেস্ক: আফগানদের পক্ষ নিয়ে তালেবানদের বিরুদ্ধে ভার্চুয়াল লড়াইয়ে নামছেন বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় হলিউড অভিনেত্রী ও মানবাধিকারকর্মী অ্যাঞ্জেলিনা জোলি। ইতোমধ্যে আফগানিস্তানের পলায়নপর নাগরিকদের মুখপাত্র হতে এবং বিশ্বজুড়ে নিপীড়িতদের দুর্দশা তুলে ধরতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন তিনি।

গত ২০ আগস্ট ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেন অভিনেত্রী। অ্যাকাউন্টটি খুলে প্রথম পোস্টেই তিনি জানিয়েছেন, কেন সামাজিক যোগাযোগের এই প্ল্যাটফর্মে আসলেন। বললেন, আফগানিস্তাসহ বিশ্বজুড়ে অধিকারের জন্য লড়াই করা মানুষের গল্প তুলে ধরবেন তিনি।

ইনস্টাগ্রামে জোলির প্রথম পোস্টই এক আফগান কিশোরীর লেখা চিঠি। ইমেজ আকারে পোস্ট করা হাতে লেখা সেই চিঠির সারকথা এমন যে, তালেবান ক্ষমতায় আসার পর তারা আর স্কুলে যেতে পারছে না, স্বাধীনভাবে ঘুরতে পারছে না। তারা তাদের স্বাধীনতা হারিয়ে ফেলেছেন। ২০ বছর আগের মতো আবারও বন্দি হয়ে পড়েছে।

চিঠিটি পোস্ট করে অ্যাঞ্জেলিনা লিখেছেন, ‘আমাকে চিঠিটি লিখেছে আফগানিস্তানের টিনএজ এক মেয়ে। এই মুহূর্তে আফগানিস্তানের মানুষেরা সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ এবং নিজেকে প্রকাশ করতে পারছে না। তাই আমি ইনস্টাগ্রামে এসেছি তাদের এবং বিশ্বজুড়ে নিজের মৌলিক অধিকারের জন্য লড়ছে এমনসব মানুষের গল্পগুলো বলার জন্য।’

অভিনেত্রী লেখেন, ‘নাইন-ইলেভেনের দুই সপ্তাহ আগে আমি আফগানিস্তানের সীমান্তে ছিলাম। সেখানে আমার সঙ্গে তালেবানের হাত থেকে পালিয়ে আসা আফগান শরণার্থীদের সঙ্গে দেখা হয়; এটা ২০ বছর আগের কথা।’

জোলি আরও বলেন, ‘তাদের দেশকে নিয়ে যে ভয় ও অনিশ্চয়তা ঘিরে ধরেছে সে কারণে আফগানদের আবারও ঘরছাড়া হতে দেখাটা বেদনাদায়ক। এত অর্থ ও সময় অপচয়ের পরও রক্তক্ষয় এবং জীবনহানি, যা বুঝতে পারাটা অসম্ভব ঠেকছে।’

বিশ্বের সামর্থ্যবান দেশগুলো আফগান শরণার্থীদের এখন যেভাবে বোঝা হিসেবে দেখছে তার প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন, ‘দশকের পর দশক ধরে বিশ্বের সামর্থ্যবান গোষ্ঠীগুলোর অধিকাংশই আফগান শরণার্থীদের যেভাবে বোঝা হিসেবে দেখছে সেটাও পীড়াদায়ক। এটা আমি জানি, তাদেরকে প্রয়োজনীয় সহায়তা দেয়া গেলে এবং সম্মানের চোখে দেখা হলে তারা নিজেদের জন্য অনেক কিছুই করতে পারবে। আমার সঙ্গে অনেক নারী ও শিশুর সঙ্গে দেখা হয়েছে যারা শুধু শিক্ষা পেতে চান তাই নয়, সেটার জন্য লড়াইও করেছেন।’

অধিকারের জন্য লড়াই করা মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করে অ্যাঞ্জেলিনা লেখেন, ‘প্রতিজ্ঞাবদ্ধ অন্যদের মতো আমিও এই বিষয় থেকে সরে দাঁড়াব না। সহযোগিতা করার জন্য সকল উপায় খুঁজতে থাকব। আশা করি, আপনারা আমার সঙ্গী হবেন।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ