25 C
আবহাওয়া
৩:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

চট্টগ্রামে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

চট্টগ্রামে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রোববার (২৩ জুলাই) মুরাদপুর এলাকায় বিকেলে এ ঘটনা ঘটে। এতে করে ওই উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় লোডশেডিং দেখা দিয়েছে। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ সংকটে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন এলাকার বাসিন্দারা।

এতে কিছু কিছু এলাকায় সাময়িক লোডশেডিং বাড়তে পারে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রোববার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে মুরাদপুর উপকেন্দ্রের একটি প্যানেল বোর্ডে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ৫টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মো. রেজাউল করিম বলেন, আগুন নির্বাপণের পর থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। এ পর্যন্ত ৯০ শতাংশ স্বাভাবিক হয়েছে। শীঘ্রই পুরোপুরি স্বাভাবিক হবে।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ