21 C
আবহাওয়া
১০:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ২৭ জুলাই রাজধানীতে যুবলীগের সমাবেশ

২৭ জুলাই রাজধানীতে যুবলীগের সমাবেশ

আওয়ামী যুবলীগ

ঢাকা:  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে দেশব্যাপী ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশের ধারাবাহিকতায় রাজধানীতে ২৪ জুলাইয়ের পরিবর্তে আগামী ২৭ জুলাই ২০২৩ সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার(২৩ জুলাই২০২৩) যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিভাগের অন্তর্গত ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ মহানগর ও টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা  জেলা এবং ময়মনসিংহ জেলার সমন্বয়ে ২৭ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ-পশ্চিম গেইটে এই সমাবেশ হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সঞ্চালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ