বিএনএ,স্পোর্টস ডেস্ক: আজ শনিবার(২৩জুলাই) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হারারেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।টাইগারদের লক্ষ্য এ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করা। তবে স্বাগতিক জিম্বাবুয়েরও চায় আজকের ম্যাচ জিতে সিরিজ হার এড়ানো। তাই আজকের খেলায় জয় পাওয়া উভয়পক্ষের জন্য খুব গুরুত্বপূর্ণ।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছিল অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দল।ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী টাইগাররা।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রায় ৮ বছর পর জিম্বাবুয়ে গেছে বাংলাদেশ দল। সফরের একমাত্র টেস্টে জয় পেয়েছে টাইগাররা। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে তারা।অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে তরুণ সহখেলোয়াড়দের ওপর নির্ভর করতে হবে। কারণ তার দলে নেই এখন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও আমিনুল ইসলাম বিপ্লব, এরা সবাই ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন।
আজকের খেলা ক্রিকেট
বাংলাদেশ-জিম্বাবুয়ে, দ্বিতীয় ওয়ানডে
সরাসরি, বিকেল ৪-৩০ মিনিট, গাজী ও টি স্পোর্টস
বিএনএনিউজ২৪, এসজিএন