25 C
আবহাওয়া
১২:২৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় প্রাক্তন শিক্ষককে সংবর্ধনা

আনোয়ারায় প্রাক্তন শিক্ষককে সংবর্ধনা


বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) :  চট্টগ্রামের আনোয়ারায় নানান আয়োজনে বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্রের প্রাক্তন প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ভূঁইয়াকে বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

শুক্রবার (২৩ জুন)  বিকেল ৪টায় স্কুল অডিটোরিয়ামে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্রের পরিচালনা পর্ষদের সভাপতি হাসানুজ্জামান চৌধুরীর জোসেফ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার মাহমুদের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক রূপন বৈদ্যর সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত  বক্তব্য রাখেন, চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজনীতিবিদ  মোসলেহ উদ্দীন মনসুর, জাতীয় প্রেসক্লাবের সদস্য দৈনিক আমাদের বাংলার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী, হাইলধর ইউপি চেয়ারম্যান কলিম উদ্দীন, ফার্মাসিস্টের চট্টগ্রাম জোনাল অফিসার আমিনুল হক, অনুষ্ঠানের আহ্বায়ক ব্যাংকার জসীম উদ্দীন। বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের মধ্যে বক্তার রাখেন, আমিনুল ইসলাম , মোঃ আলী, সেলিম উদ্দিন, এনামুল হক,  মামুনুর রশীদ,  দাহেরুল আলম, সালাউদ্দিন,  মোঃ হাসান, ফাতেমা ফরিদ ফিজি, ইসমাইল,  আব্দুস সবুর, নাজিম উদ্দীন,  মোঃ হেলাল,  শহিদুল ইসলাম করিম, সালাউদ্দিন,  নেয়াম আলী, ফরহাদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

এসময় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠানে আগত প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়।

বিএনএনিউজ/এনামুল হক নাবিদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ