17 C
আবহাওয়া
১২:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » কাপ্তাই লেকে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

কাপ্তাই লেকে গোসল করতে নেমে যুবকের মৃত্যু


বিএনএ,রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই লেকে গোসল করতে নেমে তন্ময় বড়ুয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকেলে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে তন্ময় ও তাঁর বন্ধুরা মিলে কাপ্তাই লেকে ঘুরতে যান। বিকেলে বালুরচর নামে একটি দ্বীপে বোট থামিয়ে লেকের পানিতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তন্ময় লেকের পানিতে তলিয়ে যায়। পরে বন্ধুরা তাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তার মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের নাম তন্ময় বড়ুয়া (২২)। সে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের ১ নং পাথর ঘাটা এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস সূত্র জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। তার বন্ধুদের কাছ থেকে সঠিক অবস্থান জেনে নিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করি। খুব অল্প সময়ের মধ্যেই পানির ৫০ ফুট গভীর থেকে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি।

এ বিষয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মোঃ দিদারুল আলম বলেন, আমরা খবর পাওয়া মাত্রই আমাদের টীম পাঠিয়েছি। আমাদের ডুবুরি দল খুব অল্প সময়েই নিঁখোজ ব্যাক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন,ওজি

Loading


শিরোনাম বিএনএ