24 C
আবহাওয়া
১২:৩৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে ট্রাক চাপায় বাবা-ছেলের মৃত্যু

ময়মনসিংহে ট্রাক চাপায় বাবা-ছেলের মৃত্যু


বিএনএ,ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ট্রাক চাপায় বাইক আরোহী বাবা ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকাল ৪ টার দিকে উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কের মেদুয়ারীর বাকসাটরা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভিক্টিম ৪০ বছর বয়সী নিহত বাবা ঘাটাইল এলাকার কোন একটি মসজিদের খতিব ছিলেন। ঘটনার দিন জুমার নামাজ পড়িয়ে ৮ বছরের ছেলেকে নিয়ে মোটরসাইকেল যোগে ভালুকার দিকে আসছিলেন। পথিমধ্যে ভরাডোবা-ঘাটাইল সড়কের মেদুয়ারীর বাকসাটরা এলাকায় আসতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় বিপরিত দিক থেকে আসা ঘাটাইলগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়।

মো. কামাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ নিয়ে ফিরছে। নিহতদের বাড়ি গাজীপুরে হতে পারে। তাদের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
সাকিব আল হাসানের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদনের শুনানি ৯ ফেব্রুয়ারি ৭২’র সংবিধান বাতিল মোটেও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা নয়: ফরহাদ মজহার নোয়াখালীতে যুবক হত্যা আজ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন প্রথম শ্রেণি থেকেই পাঠ্যপুস্তকে মূল্যবোধের বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি- ড. এম আমিনুল ইসলাম পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন-পানি সম্পদ উপদেষ্টা সবার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে-- সমাজকল্যাণ উপদেষ্টা পাহাড় ও টিলা কাটা বন্ধ করা হবে-- পরিবেশ উপদেষ্টা মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু