25 C
আবহাওয়া
১২:২৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » কক্সবাজারে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

কক্সবাজারে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার


বিএনএ, কক্সবাজার: কক্সবাজার সদরের খুরুস্কুলের মামুন পাড়া থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার(২৩ জুন) দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ।  মরদেহটি আব্দুল আজিজ (২২) নামের এক ব্যক্তির বলে নিশ্চিত করেছে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

নিহত আব্দুল আজিজ কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলী এলাকার কেফায়েত উল্লাহর সন্তান।

নিহতের মামা আবদুল হাফেজ জানান, বৃহস্পতিবার সকালে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হয় আজিজ। রাতে ফিরে না আসায় কল করলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে শুক্রবার পুনরায় আজিজের মুঠোফোনে কল করা হলে সদর থানার একজন কর্মকর্তা মরদেহ পাওয়ার খবরটি তাদের জানায়।

ভাড়ায় চালিত অটোরিকশাটিও পাওয়া যাচ্ছেনা জানিয়ে আব্দুল হাফেজ জানান, অটোরিকশা ছিনিয়ে নিতেই এমন হত্যাকাণ্ড ঘটনা হতে পারে। নিহতের শরীরে একাধিক ছুরির আঘাত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে জানিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে।

বিএনএ/শাহীন,ওজি

Loading


শিরোনাম বিএনএ