25 C
আবহাওয়া
৩:০৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বাঘাইছড়িতে অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের অভিযান

বাঘাইছড়িতে অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের অভিযান


বিএনএ, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়িতে অবৈধভাবে গড়ে ওঠা দুইটি ইটভাটা বন্ধ করে দিয়েছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।

তথ্য মতে, গত সোমবার (১৯ জুন) পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলার অবৈধ ইটভাটার কার্যক্রম ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করতে তিন জেলা প্রশাসককে (ডিসি) আইনি নোটিশ পাঠানো হয়েছে। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ এ নোটিশ পাঠান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহামান্য সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের রিট পিটিশন আদেশ বাস্তবায়নে আজ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে কার্যক্রম বন্ধে বিজ্ঞপ্তি টাঙ্গিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, মহামান্য সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের আদেশ পাওয়ার পরপরই আমরা দুই ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করি। বর্তমানে ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ