24 C
আবহাওয়া
২:৫৬ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » মিরসরাইয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মিরসরাইয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মিরসরাইয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

বিএনএ,মিরসরাই : মিরসরাই উপজেলার করেরহাটে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুন) দিবাগত রাত ২টায় সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আবদুল্লাহ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-মিরসরাই উপজেলার করেরহাটের জহিরুল হক কোম্পানী বাড়ীর এমদাদুল হক হৃদয় (২২), কোরবান আলী ভূইয়া বাড়ির কোরবান আলীর ছেলে মো. নুর হোসেন (২৬) ও মানিক মিস্ত্রী বাড়ীর খায়েজ আহম্মেদের পুত্র মো. হানিফ (২৬)। তারা ওই ইউনিয়নের ছত্তরুয়া এলাকার বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে মাদকবিক্রির নগদ ৭ হাজার ১শ’ ৫ টাকা ও ৪ হাজার ৭শ’ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আবদুল্লাহ বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার করেরহাট ইউনিয়নে অভিযান চালানো হয়। এসময় ইয়াবা, নগদ টাকাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আশরাফ উদ্দিন/এনএএম

Loading


শিরোনাম বিএনএ