20 C
আবহাওয়া
৪:১৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৭, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীতে ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীতে মলমপার্টি-ছিনতাইকারী চক্রের ২৬ জন গ্রেপ্তার

বিএনএ,ঢাকা : রাজধানীর মিরপুরে ইয়াবাসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানার পুলিশ। তারা হলো- আক্তার হোসেন, মোহাম্মদ মুসা, মঈন উদ্দিন ও জাসেদুল আলম।বৃহস্পতিবার (২৩ জুন) এ বিষযটি নিশ্চিত করে পুলিশ। বুধবার দিবাগত রাতে মিরপুরের কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান জানান, কতিপয় মাদককারবারি মিরপুর মডেল থানার কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকার মেসার্স টাউন মটরস দোকানের সামনে মাদক বিক্রির জন্য অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৭০০ পিস ইয়াবাসহ ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ