17 C
আবহাওয়া
১০:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ড্রেনে প্রাণ হারানো তরুণের পরিচয় জানা গেছে

ড্রেনে প্রাণ হারানো তরুণের পরিচয় জানা গেছে

ড্রেনে প্রাণ হারানো তরুণের পরিচয় জানা গেছে

বিএনএ, ঢাকা : রাজধানীর খিলগাঁও তিলপা পাড়ায় ড্রেনে পড়ে প্রাণ হারানো সেই তরুণের পরিচয় পাওয়া গেছে। তার নাম আবুল হোসেন (৪২)।

বুধবার বিকেলে তার ভাই খোকন মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে মরদেহ শনাক্ত করেন।
বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস মিয়া জানান, ‘গত মঙ্গলবার খিলগাঁও তিলপা পাড়ায় ড্রেনে বোতল কুড়াতে গিয়ে পানিতে পড়ে ডুবে যান ওই যুবক। পরে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।’

মৃত আবুলের ভাই খোকন মিয়া বলেন, ‘আমার ভাই মাদকাসক্ত ছিল। বিভিন্ন জায়গায় জিনিসপত্র কুড়িয়ে বেড়াত। গতকাল সকালের দিকে খিলগাঁও এলাকায় প্লাস্টিক কুড়াতে গিয়ে পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর আজ বুধবার সকালে ফায়ার সার্ভিসের লোকজন তার লাশ উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘১০ বছর আগে সে বিয়ে করেছিল। তবে মাদকাসক্ত হওয়ায় স্ত্রী তাকে ছেড়ে চলে যান। তারপর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং আরও বেশি মাদক সেবন শুরু করে।’

তাদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নানখী দক্ষিণ পাড়া গ্রামে। বাবার নাম মৃত নুরু মিয়া। তিন ভাই ও এক বোনের মধ্যে আবুল ছিল দ্বিতীয়।

মঙ্গলবার খিলগাঁও তিলপাড়ার ৭ নম্বর গলির উত্তর বাসাবো খালের ঝিলপাড় মসজিদের পাশের একটি ড্রেনের ওপর থেকে পড়ে নিখোঁজ হন আবুল। বুধবার ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে তার মরদেহ খালে ভেসে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে।

Loading


শিরোনাম বিএনএ