20 C
আবহাওয়া
৬:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » খুলনায় গত ২৪ ঘন্টায় ৩২ জনের মৃত্যু

খুলনায় গত ২৪ ঘন্টায় ৩২ জনের মৃত্যু

ভিয়েতনামে পাওয়া গেল করোনার নতুন ‘হাইব্রিড ভ্যারিয়েন্ট

বিএনএ, খুলনা : খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ৯০৩ জন।

বুধবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় সর্বোচ্চ আটজন, ঝিনাইদহে সাত, চুয়াডাঙ্গায় পাঁচ, কুষ্টিয়ায় চার, যশোরে এক, বাগেরহাটে তিন, সাতক্ষীরায় এক, নড়াইলে একজন এবং মেহেরপুরে দুজন মারা গেছেন।

এর আগে সকালে করোনায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছয়, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ছয় ও খুলনা আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালের একজন মৃত্যু হয়েছে বলে মেডিকেল সূত্রে জানা গেছে।

খুমেকে যাদের মৃত্যু হয়, তারা হলেন— বাগেরহাটের আফজাল শেখ (৬২), নড়াইলের নির্মল কান্তি সাহা (৭৯), যশোরের ভানু বেগম (৬০), খুলনার মো. সোহরাব শেখ (৬৮), সামসুর আলম (৫৮) ও আনোয়ারা (৫৮)।

গাজী মেডিকেলে মৃতরা হলেন— খুলনার মনিরুল ইসলাম (৬২), জালাল আহমেদ (৬৫),  শামসুল হক (৪৫) ও মাহবুবুর রহমান (৯৫), যশোরের জাকির হোসেন (২৯)। আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে খুলনার হোসনে আরা (৬০) মৃত্যুবরণ করেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনায় নমুনা পরীক্ষা হয়েছে ৭৭১ জন, আক্রান্ত হয়েছেন ৩০৫ জন। এ জেলায় আক্রান্তের হার ৩৯ শতাংশ।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর