27 C
আবহাওয়া
৩:৩৩ পূর্বাহ্ণ - মে ২৪, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় শ্রমিকলীগের সহসভাপতি আবুল বসর গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিকলীগের সহসভাপতি আবুল বসর গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শ্রমিক লীগের সহসভাপতি আবুল বসর (৫৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডের (সিইউএফএল) কলোনী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আবুল বসর বারশত ইউনিয়নের গোবাদিয়া (বদর জামা বড় বাড়ী) ১নং  ওয়ার্ডের বাসিন্দা মুত হামিদ আলীর ছেলে।

পুলিশ জানায়,  বৃহস্পতিবার  মধ্যে রাতে তাকে গ্রেপ্তার  করা হয়।  তিনি বিএনপির মিছিলে হামলা মামলার আসামি।  এছাড়াও তার বিরুদ্ধে পতিত সরকারের পক্ষে গোপন বৈঠক ও কারখানা এলাকায় অপতৎপরতা অভিযোগ রয়েছে।

সিইউএফএল সূত্রে জানা যায়, এস,ও আবুল বসর এম টি এস বিভাগের ইনস্ট্রুমেন্ট শাখার রেকর্ড শর্টার কর্মরত আছেন।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন বলেন, উপজেলা শ্রমিক লীগের নেতা আবুল বসরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ