28 C
আবহাওয়া
৫:২২ পূর্বাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

বিএনএ ডেস্ক: রাজধানীর বড় অংশজুড়ে বৃহস্পতিবার (২৩ মে) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২২ মে) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড) এলাকার সকল আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্ট প্রকল্পের আওতায় পাইপলাইন অপসারণ/প্রতিস্থাপন কাজের জন্য এসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ