বিএনএ, ঢাকা: রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ার ঘটনাটি ঘটে। আহত অবস্থায় হাতিরঝিল থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মারা যান তিনি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে আহত অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। খবর পেয়ে দ্রুত ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।
এনামুল হক আরও জানান, ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরবর্তী ব্যবস্থার জন্য ঢাকা রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ওই ব্যক্তির পরনে নীল শার্ট ও ময়লাযুক্ত চেক লুঙ্গি ছিল।
বিএনএনিউজ/বিএম