বিএনএ, বিশ্বডেস্ক : মিয়ানমারের একটি সৈকত থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় উদ্ধারকারী দল জানিয়েছে, কিছু রোহিঙ্গা নৌযানে করে মালয়েশিয়ায় পৌঁছানোর চেষ্টা করার সময় এ দুর্ঘটনা ঘটেছে।
ইয়াঙ্গুন থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে পাথেইন জেলার পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল তুন শোয়ে বলেছেন, ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, নৌকার মালিক সহ ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর এএফপি’র।
নাম প্রকাশে অনিচ্ছুক মিয়ানমার রেসকিউ অর্গানাইজেশন প্যাথেইন-এর একজন সদস্য বলেছেন, এ আগে রোববার তারা ৮টি মৃতদেহ উদ্ধার করেছিল যারা সবাই রোহিঙ্গা।
বিএনএনিউজ/এইচ.এম।