বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট বাজার এলাকা থেকে বিলুপ্ত প্রজাতীর তিনটি তক্ষকসহ দুই পাচারকারীকে আটক করেছে র্যাব।শুক্রবার(২০ মে) এ অভিযান চালানো হয়।
আটকৃতরা হচ্ছে খাগড়াছড়ি সদর থানার ভুয়াছড়ি স্কুল টিলার আব্দুল হামিদ মীরের ছেলে মো. বিল্লাল হোসেন (৩০) ও বাগেরহাটের স্মরণখোলা থানার খন্তাকাটা গ্রামের আব্দুল হালিমের ছেলে মো. জসিম মীর (২৬)।
র্যাব-৭ জানায়, তক্ষক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার কাটিরহাট বাজার এলাকা থেকে একটি মাইক্রোবাসে তল্লাশি করে তিনটি বিরল প্রজাতীর তক্ষক ও দুই পাচারকারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা তক্ষকগুলো বিক্রির জন্য ওই জায়গায় অপেক্ষা করছিল। দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী তক্ষক কেনা-বেচা ও ভারতে পাচার করে আসছে।
তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত তক্ষকগুলো বনবিভাগের হাটহাজারীর স্টেশন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তারা সেগুলো জঙ্গলে অবমুক্ত করেন বলে র্যাব-৭ আরও জানায়।
বিএনএ/ ওজি