বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সায়মা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ মে) রাত দেড়টার দিকে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পানবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সায়মা আক্তার পূর্ব পুঁইছড়ি এলাকার আমান উল্লার মেয়ে। নানাবাড়িতে বেড়াতে যায় সে। এসময় দগ্ধ হয়েছে আরও ১ জন।
আগুনে পুড়ে যায় মো. জামাল, আনোয়ারা বেগম, শাকির আহমদ, জয়নাল আবেদীন, জমির হোসেন, মো. মুজিব, মো. হোসেন, আবদুচ ছত্তার, বাদশা মিয়া, বদিউল আলম, মো. বেলাল, রহিম উল্লাহ, হাবিবুর রহমান, হামিদুর রহমান, মো. বশির, মো. আনিস ও মো. কামালের ১৭টি ঘর।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে সবাই ঘুমিয়ে গেলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ১৭টি ঘর পুড়ে যায়। ওই সময় সব ঘরের লোকজন বের হতে পারলেও ঘুমিয়ে থাকায় বের হতে পারেনি শিশু সায়মা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কাশেম বলেন, আগুনে ১৭টি ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।
বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, পানবাজার এলাকার একটি বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। এতে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরআগেই ১৭টি বসতঘর ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে ১ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিএননিউজ২৪/আমিন