16 C
আবহাওয়া
৫:০৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ৬ মৌসুম পর লা লিগার শিরোপা জিতল অ্যাথলেটিকো

৬ মৌসুম পর লা লিগার শিরোপা জিতল অ্যাথলেটিকো

৬ মৌসুম পর লা লিগার শিরোপা জিতল অ্যাথলেটিকো

বিএনএ ক্রীড়া ডেস্ক: শেষ ম্যাচ জিতে ৬ মৌসুম পর লা লিগার শিরোপা জিতে নিল অ্যাটলেটিকো মাদ্রিদ।ভায়োদোলিদকে ২-১ গোলে হারিয়েছে তারা।

শনিবার ভাগ্য নির্ধারণী ম্যাচে দিয়েগো সিমোনের শিষ্যদের কাছে খেতাব জয়ের সমীকরণটা স্পষ্ট ছিল।জিতলে প্রবলতর প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের ম্যাচের ফলাফল কোনোভাবেই খেতাব জয় থেকে আটকাতে পারত না অ্যাটলেটিকোকে। কিন্তু জয় ছাড়া অন্য কোনো ফলাফল হলেই বিপদ ছিল। নাটকীয়তা আর চূড়ান্ত ক্লাইম্যাক্সে ভরা দিনটা ধরা দিল ঠিক যেমনটা প্রত্যাশিত ছিল সেভাবেই।

প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ১৮ মিনিটে অস্কার প্লানোর গোলে পিছিয়ে পড়েছিল অ্যাটলেটিকো। সেই গোলেই প্রথমার্ধ পার করে তারা। বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে অ্যাঞ্জেল কোর্রেয়ার গোলে সমতা ফেরায় সিমিওনের শিষ্যরা। এর দশ মিনিট পর জয়সূচক গোলটি যার থেকে এলে মানায়, সেই লুইস সুয়ারেজ জাল খুঁজে নেন।সেইসঙ্গে ১২ তম লিগ শিরোপা ঘরে তোলে অ্যাটলেটিকো মাদ্রিদ।

৩৮ ম্যাচ শেষে ২৬ জয় ও ৮ ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হল অ্যাতলেটিকো। সমান সংখ্যক ম্যাচে ২৫ জয় ও ৯ ড্রয়ে ৮৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করে আরেক জায়ান্ট দল বার্সেলোনা।চতুর্থ হয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে সেভিয়া।

অ্যাটলেটিকোর কাছে মাত্র দু’পয়েন্টে হেরে খেতাব হাতছাড়া করা রিয়াল মাদ্রিদও পিছিয়ে থেকে শেষ ম্যাচে জয় পেয়েছে। কিন্তু জিতেও লাভ হলো না। অ্যাটলেটিকো নিরাপদ ব্যবধান বজায় রেখে ২০১৪ সালের পর খেতাব ঘরে তুলল।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ