29 C
আবহাওয়া
১২:৫৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৫
Bnanews24.com
Home » জিম্বাবুয়ের কাছে টেস্ট হারল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে টেস্ট হারল বাংলাদেশ


বিএনএ, স্পোর্টস ডেস্ক : দীর্ঘ সাত বছর পর জিম্বাবুয়ের কাছে টেস্ট হারল বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন বুধবার (২৩ এপ্রিল) জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হেরেছে টাইগাররা। সর্বশেষ ২০১৮ সালের ৩ নভেম্বর সিলেটে জিম্বাবুয়ের কাছে ১৫১ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে ১৯১ রানেই অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৫৬ রান করেন মুমিনুল হক সৌরভ। ৪০ রান করেন অধিনায়ক শান্ত।

জবাবে ব্যাটিংয়ে নেমে ২৭৩ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে ৫৯ রান করেন সেন উইলিয়ামস। আর ৫৭ রান করে ওপেনার ব্রাইন বেনেট। বাংলাদেশ দলের হয়ে ৫ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ।

৮০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৫৫ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন অধিনায়ক শান্ত। ৫৮ রান করেন জাকের আলী। আর ৪৭ রান করেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ।

১৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষ বিকেলে ৩ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী জিম্বাবুয়ে।

দুই ইনিংস মিলে ১০ উইকেট শিকার করেও দলের পরাজয় এড়াতে পারেননি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। প্রথম ইনিংসে ৫২ রান খরচ করে ৫ উইকেট শিকার করা মিরাজ দ্বিতীয় ইনিংসেও ৫০ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ১৯১/১০, ৬১ ওভার (মোমিনুল ৫৬, শান্ত ৪০, মাসাকাদজা ৩/২১)।

জিম্বাবুয়ে : ২৭৩/১০, ৮০.২ ওভার (উইলিয়ামস ৫৯, বেনেট ৫৭, মিরাজ ৫/৫২)।

বাংলাদেশ : ২৫৫/১০, ৭৯.২ ওভার (শান্ত ৬০, জাকের ৫৮, মুজারাবানি ৬/৭২)।

জিম্বাবুয়ে : ১৭৪/৭, ৫০.১ ওভার (বেনেট ৫৪, কারান ৪৪, মিরাজ ৫/৫০)।

ফল : জিম্বাবুয়ে ৩ উইকেটে জয়ী।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ