32 C
আবহাওয়া
৯:২৫ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় জামায়াত নেতাকর্মীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আনোয়ারায় জামায়াত নেতাকর্মীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আনোয়ারায় জামায়াত নেতাকর্মীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বটতলী এলাকায় জামায়াত নেতাকর্মীদের ওপর হামলাকারী নগর ছাত্রলীগ নেতা মোহাম্মদ নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) ভোর রাতে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এদিন মাদক, পুলিশের উপর হামলা-মামলা এবং বিএনপি মিছিলে হামলা- মামলার মোট ৪জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামীরা হলেন, নগর ছাত্রলীগের সদস্য বটতলী ইউনিয়নের নূর কামালের ছেলে মো. নাজিম উদ্দিন (২৫), বিলপুর এলাকার আব্দুল মোতালেবের ছেলে মো. আব্দুস ছালাম (৫০), সদর এলাকার মো. মনির উদ্দিন (২১), বারখাইন উত্তর হাজীগাও এলাকার বাসিন্দা সিদ্দিক আহমেদের ছেলে মো. হাসান প্রঃ ওয়ালি প্রঃ গাদ্দার (৬০)।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের  পুলিশের ওপর হামলা, এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরিসহ নানা অভিযোগ রয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা ঠিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলমান থাকবে।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ