বিএনএ, ঢাকা: রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এদিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন বিশ্বনেতারা। আগামী শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনের স্কোয়ারে বিশাল জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে।
এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া উপস্থিত থাকবেন। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছেন, ‘আমরা সেখানে উপস্থিত থাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি!’
সদ্যপ্রয়াত পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে বিশ্বনেতারা ইতোমধ্যে রোমে জড়ো হচ্ছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রেসিডেন্টরা এ শোকানুষ্ঠানে উপস্থিত থাকবেন।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডের লেইন এবং পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তাও শেষ শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে অংশ নেবেন। এ ছাড়া যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, ইউক্রেন, বেলজিয়াম, পোল্যান্ড এবং হাঙ্গেরিসহ বিশ্বের বহু দেশের রাষ্ট্রপ্রধানরা পোপ ফ্রান্সিসের অন্তিম বিদায়ে অংশ নেবেন।
বিএনএনিউজ/ বিএম/শাম্মী