18 C
আবহাওয়া
১:২০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে মিলল সোয়া পাঁচলাখ টাকা

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে মিলল সোয়া পাঁচলাখ টাকা

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে মিলল সোয়া পাঁচলাখ টাকা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেছে ৫ লাখ ২৩ হাজার টাকা। মঙ্গলবার (২৩ এপ্রিল) দিনভর মসজিদের দানবাক্সের টাকা গণনা শেষে প্রাপ্ত এ টাকা ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর বুড়া মসজিদের মোতাওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী।

তিনি বলেন, প্রতি তিন মাস পরপর এলাকার মুসল্লী, গণমান্য ব্যক্তি ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে মসজিদের দানবাক্স খোলা হয় এবং গণনা শেষে তা ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়।

টাকা গণনাকালে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল মোত্তালিব, সহকারী ইমাম মাওলানা সোহাইল আজাদ, মুয়াজ্জিন মাওলানা এয়াকুব আলী, মো. হোছাইন, মো. আনোয়ার, মো. ইব্রাহীম চৌধুরী, মুহাম্মদ আছফিকুল আলম, মাহবুব ফকির, মিয়া আলম, ব্যাংকার আনোয়ার হোসেন, আবদুল হাকিম, মো. সাইফুল ইসলাম, মো. সালাউদ্দীন, বোয়ালখালী থানার এএসআই মো. মাঈন উদ্দিন, পুলিশ সদস্য মো. রাসেল, মো. সাইফুল, মো. লোকমানসহ এলাকার মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিরা।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ