বিএনএ, বিশ্বডেস্ক : রমজানের তৃতীয় জুমায় ফিলিস্তিনের আল আকসা মসজিদেও মুসল্লিদের ঢল নামে। ইসরায়েলি পুলিশের ব্যাপক তল্লাশির মধ্যেও শুক্রবার (২২ এপ্রিল) সেখানে নামাজ আদায় করেছেন দেড় লাখ মুসল্লি। খবর আল-জাজিরা।
আল আকসার ওয়াকফ কাউন্সিলের পরিচালক আজ্জাম আল খতিব জানিয়েছেন, রমজানের তৃতীয় জুমায় আল-আকসার ভেতর ও বাহির মিলে দেড় লাখেরও বেশি মুসল্লি জুমার নামাজে অংশ নিয়েছেন।
তিনি জানান, ইসরাইলি নিষেধাজ্ঞা সত্ত্বেও ফিলিস্তিনিরা সব সময় রমজান মাসে আল আকসা মসজিদে শুক্রবার নামাজ আদায় করতে আসেন।
প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিমদের পবিত্র রমজান মাসের সঙ্গে গত ১৫ এপ্রিল ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভারের প্রথম দিন ছিল। এর ফলে উত্তেজনা আরও বেড়ে যায়। পাসওভারের প্রথম দিন আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫৮ ফিলিস্তিনি আহত হন। গ্রেপ্তার করা হয় ৪০০ ফিলিস্তিনিকে।
এর পর থেকে সংঘর্ষ লেগেই আছে। তবে ফিলিস্তিনিরা বলছে, তাদের যতই বাধা দেওয়া হোক না কেন তারা আল-আকসায় প্রবেশের চেষ্টা বন্ধ করবে না।
বিএনএনিউজ/এইচ.এম।