15 C
আবহাওয়া
১০:৩১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোকে আলোচনায় বসার আহ্বান

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোকে আলোচনায় বসার আহ্বান

Myanmar's military ruler Min Aung Hlaing

মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছেন।  শুক্রবার(২২এপ্রিল) রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে জাতিগত সশস্ত্র গোষ্ঠীকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছেন। সরাসরি আলোচনার জন্য জাতিগোষ্ঠীগুলোর প্রতিনিধিদের ৯ মের মধ্যে রেজিস্ট্রেশন করার পরামর্শ দেন তিনি।

মিয়ানমারে ২০টির মতো বিদ্রোহী জাতিগোষ্ঠী আছে, যাদের বেশির ভাগই সীমান্তবর্তী এলাকাগুলো নিয়ন্ত্রণ করছে। সেখানে তারা মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদ নিজেদের দখলে নেওয়াসহ ওই সব এলাকায় আধিপত্য বিস্তারের জন্য কয়েক দশক ধরে সামরিক বাহিনী ও নিজেদের মধ্যে লড়াই করছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ