16 C
আবহাওয়া
১:২৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » রাসায়নিক গুদামে আগুন: মৃতের সংখ্যা ৫

রাসায়নিক গুদামে আগুন: মৃতের সংখ্যা ৫

রাসায়নিক গুদামে আগুন,মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে

বিএনএ ঢাকা: রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে ৬ তলা আবসিক ভবনে লাগা আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এরমধ্যে ওই ভবনে ৪ জন ও হাসপাতালে নেয়ার পর এক নারীর মৃত্যু হয়।

নিহতদের মধ্যে দুজন ছিলেন ওই ভবনের দারোয়ান। তাদের একজনের নাম রাসেল মিয়া এবংঅপরজন ওলিউল্লাহ।বাকীরা হলেন, দোকান কর্মচারী রাসেল মিয়া, ভবনের চার তলার বাসিন্দা সুমাইয়া এবং ওলিউল্লাহর কাছে বেড়াতে আসা কবীর নামে আরেকজন।

এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ৩ কর্মীসহ অন্তত ২০ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করানো হয়েছে। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, আইসিইউতে যারা ভর্তি হয়েছেন তারা কেউ আশঙ্কামুক্ত নন।

শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৩টার দিকে হাজী মুসা ম্যানসন নামে ছয়তলা ভবনটির নীচ তলায় রাসায়নিক গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন জানান, প্রথমে ছয়টি ও পরে ভয়াবহতা বেড়ে গেলে চারটিসহ মোট ১৯টি ইউনিট পাঠানো হয়।  তারা ভবনের চারপাশে অবস্থান নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়াও বাড়ির উপরের লোকজনকে উদ্ধারে ল্যাডার ইউনিট যুক্ত করা হয়।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিনকর্মীসহ ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

স্থানীয়ভাবে জানা গেছে, ছয়তলা ভবনের দোতলা থেকে ওপর পর্যন্ত বিভিন্ন মানুষের বাস। আগুন লাগার পর তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে। অনেকেই তাড়াহুড়ো করে নিচে নেমে আসেন। কেউ কেউ আবার আতঙ্কিত হয়ে ছাদে চলে যান। তাতে ভবনের ছাদে বেশ কিছু লোক আটকা পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে নামিয়ে নিয়ে আসেন।

পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলায় ছয়তলা ভবনটিতে নিচতলায় রাসায়নিক গুদাম ও কয়েকটি দোকান রয়েছে।দ্বিতীয় তলা থেকে পাঁচ তলা পর্যন্ত ১৮টি পরিবার বসবাস করে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ