32 C
আবহাওয়া
৬:৩১ অপরাহ্ণ - মার্চ ২৫, ২০২৫
Bnanews24.com
Home » নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগর থেকে বিজিবি সদস্যের মৃতদেহ উদ্ধার

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগর থেকে বিজিবি সদস্যের মৃতদেহ উদ্ধার

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগর থেকে বিজিবি সদস্যের মৃতদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: টেকনাফে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় সাগরে নিখোঁজ থাকা বিজিবি সদস্য সিপাহী মো. বিল্লাল হাসানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় বঙ্গোপসাগরে তার মৃতদেহ পাওয়া যায়।

মৃত বিল্লাল কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিরতলা গ্রামের বজলুর রহমানের ছেলে। তিনি শাহপরীর দ্বীপ বিজিবি সীমান্ত ফাঁড়িতে কর্মরত সিপাহী ছিলেন।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, ‘নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগর থেকে বিজিবি সদস্যের মরদেহ পাওয়া গেছে। বিজিবি’র নিয়ম অনুযায়ী পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

তিনি বলেন, ‘এর আগে সমুদ্রে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়ায় অভিযানে যান বিজিবি সদস্যরা। এ সময় নৌকাডুবির ঘটনায় সমুদ্রে নিখোঁজ হন তিনি। এরপর আজ তার মৃতদেহ পাওয়া গেল।’

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ