29 C
আবহাওয়া
৭:০৪ অপরাহ্ণ - মার্চ ২৫, ২০২৫
Bnanews24.com
Home » কাপ্তাইয়ে নরমাল ডেলিভারিতে ৭ শিশুর জন্ম

কাপ্তাইয়ে নরমাল ডেলিভারিতে ৭ শিশুর জন্ম

কাপ্তাইয়ে নরমাল ডেলিভারিতে ৭ শিশুর জন্ম

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় নরমাল ডেলিভারিতে ৭টি শিশুর জন্ম হয়েছে। তার মধ্যে ৪টি কন্যা শিশু ও ৩টি ছেলে শিশু। বর্তমানে নবজাতক শিশু ও তাদের মায়েরা সুস্থ আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

কাপ্তাই উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা, গাইনি কনসালটেন্ট ডা. তওফিকুন নাহার মোনার সার্বিক তত্ত্বাবধানে এ ডেলিভারি সম্পন্ন করা হয়। ডেলিভারিতে সহযোগিতা করেন সিনিয়র স্টাফ নার্স করুনাময়ী তনচংগ্যা ও প্রমিলা বিশ্বাস।

তিনি বলেন, বর্তমানে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাপ্তাইয়ের দুর্গম প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবার বাতিঘর হিসেবে পরিচিতি পেয়েছে। দুর্গম অঞ্চলের রোগীরা এখানে খুব সহজে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পাচ্ছে। এর আগেও নরমাল ডেলিভারিতে কাপ্তাইয়ে কয়েকটি শিশুর জন্ম হয়েছে। তবে হাসপাতালের ইতিহাসে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় নরমাল ডেলিভারিতে ৭টি শিশুর জন্ম হয়েছে। নরমাল ডেলিভারিতে শিশুর জন্ম হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে হাসপাতালের প্রতি আস্থা ও ভরসা বৃদ্ধি পাচ্ছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ