বিশ্ব ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোর অদূরে একটি কনসার্ট হলে বন্দুক হামলায় ৪০ জন নিহত হয়েছেন। শুক্রবার(২২ মার্চ) রাতে মস্কোর ক্রোকাস সিটি হলে এ ঘটনা ঘটে। এ সময় শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। খবর মস্কোটাইমস।
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস ও আরআইএ নভোস্তি জানায়, মস্কোর ক্রোকাস সিটি হলের কনসার্ট হলের ভেতরে তিনজন সশস্ত্র ব্যক্তি গুলি চালায়। এই তিন ব্যক্তি কনসার্ট হলে ঢুকে প্রথমে গ্রেনেড নিক্ষেপ করেন, যা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ৪০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
ঘটনার সময় পিকনিক নামের একটি ব্যান্ডদল গান পরিবেশন করছিল। ঘটনার সময় হলে ১২০০ জনের বেশি দর্শক ছিল।
ইউক্রেন এ হামলায় জড়িত নয় বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে।
এসজিএন/হাসনা