30 C
আবহাওয়া
৬:৩৩ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম-৮ আসনে মনোনয়ন প্রত্যাশী আ.লীগের ২৭ প্রার্থী

চট্টগ্রাম-৮ আসনে মনোনয়ন প্রত্যাশী আ.লীগের ২৭ প্রার্থী

চট্টগ্রাম-৮ আসনে মনোনয়ন প্রত্যাশী আ.লীগের ২৫ প্রার্থী

।। বাবর মুনাফ ।।

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-বায়েজিদ-পাঁচলাইশ আংশিক) আসনের উপ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন ২৭ প্রার্থী। গত সোমবার (২০ মার্চ) থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করে আওয়ামী লীগ। মঙ্গলবার (২১ মার্চ) পর্যন্ত এ দু্ইদিনে আওয়ামী লীগের কার্যালয় থেকে ২৫ প্রার্থী দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন। বুধবার (২২ মার্চ) আরও ২ প্রার্থী দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলের প্রবীণ নেতাদের পাশাপাশি প্রয়াত দুই এমপির স্ত্রীরাও রয়েছেন। রয়েছেন ছাত্রনেতারাও। এমনকি ওয়ার্ড আওয়ামী লীগের বেশ কয়েকজন সদস্যও রয়েছেন। এ নির্বাচনে নৌকার টিকিট পেতে জোর লবিং-তদবির শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। মাত্র ৮ মাস মেয়াদের এ আসনে কে হবেন নৌকার মাঝি, জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

মনোনয়ন প্রত্যাশীরা হলেন- আবদুচ ছালাম, এসএম আবুল কালাম, মো. আবদুল কাদের, মো. সাইফুল ইসলাম, মো.খোরশেদ, এসএম কফিল উদ্দিন, আশেক রসুল খান, সেলিনা খান, এটিএম আলী রিয়াজ খান, মো. জাহেদুল হক, জহুর চৌধুরী, সুকুমার চৌধুরী, হায়দার আলী চৌধুরী, মনোয়ার হোসেন, মনছুর আলম, শিরিন আহমেদ, আহমেদ ফয়সাল চৌধুরী, বিজয় কুমার চৌধুরী, নোমান আল মাহমুদ, মো. আবু তাহের, কফিল উদ্দিন খান, মো. মোস্তাফিজুর রহমান, মো.এমরান, সাইফুদ্দিন আহমেদ ববি ও এস এম নুরুল ইসলাম, মো. মাহবুব রহমান ও মো. আরশেদুল আলম।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৯৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও মহিলা ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। কর্ণফুলী নদীর দুইপাড়ের জনপদ বোয়ালখালী পৌরসভা, আট ইউনিয়ন ও নগরের পাঁচটি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ সংসদীয় আসন (বোয়ালখালী, চাঁন্দগাও, বায়েজিদ আংশিক ও পাঁচলাইশ আংশিক)।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমাদানের শেষদিন ২৭ মার্চ, ২৯ মার্চ মনোনয়নপত্র বাছাই, ৫ এপ্রিল প্রত্যাহার, ৬ এপ্রিল প্র্রতীক বরাদ্দ, ২৭ এপ্রিল ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চট্টগ্রাম ৮ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ নভেম্বর সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল মৃত্যুবরণ করলে এ আসনে অনুষ্ঠিত হয় উপ-নির্বাচন। এ উপ-নির্বাচনে ২০২০ সালের ১৩ জানুয়ারি সংসদ সদস্য নির্বাচিত হন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। তিনি গত ৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে এ আসন শূন্য হয়। পুনরায় দ্বিতীয় বারের মত উপ নির্বাচন হতে যাচ্ছে এ আসনটিতে।

বিএনএনিউজ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ