17 C
আবহাওয়া
৬:০০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » ১০ মামলার আসামি কাইব্যা ডাকাত গ্রেফতার

১০ মামলার আসামি কাইব্যা ডাকাত গ্রেফতার

কাইব্যা ডাকাত গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম: বাঁশখালীর ভাদালিয়া এলাকা থেকে ডাকাত দলের প্রধান মো. কবির আহমেদ প্রকাশ কাইব্যা ডাকাতকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭।তার বিরুদ্ধে ধর্ষণ-ডাকাতিসহ ১০ টি মামলা আছে।  বুধবার (২৩ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কবির আহমেদ (৫৫), একই থানার উত্তল জলদী ভাদালিয়া বজল আহম্মদের ছেলে।

র‌্যাব-৭ জানায়, ভাদালিয়া এলাকায় কবির আহমেদ প্রকাশ কাইব্যা ডাকাতসহ আরও কয়েকজন সন্ত্রাসী একত্রিত হয়ে অপরাধ সংঘটনের জন্য সলাপরামর্শ ও প্রস্তুতি নিচ্ছে। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান কবির আহমেদের ঘর ঘেরাও করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি দেশি কাঠের বাটযুক্ত সচল থ্রি কোয়ার্টার গান, একটি শপিং ব্যাগের মধ্যে ২টি দেশীয় এলজি বন্দুক এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কবির আহমেদ এলাকায় কুখ্যাত কাইব্যা ডাকাত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ৬টি ডাকাতি ও ৩টি ধর্ষণ মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ