35 C
আবহাওয়া
১:৪৮ অপরাহ্ণ - মে ৯, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা পাচ্ছেন ৫০ মুক্তিযোদ্ধা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা পাচ্ছেন ৫০ মুক্তিযোদ্ধা


বিএনএ, চবি: স্বাধীনতা সংগ্রামে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী ২৬ জানুয়ারি দুইটি ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হবে।

বুধবার (২৩ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমেদ মিলমায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘মুক্তিযোদ্ধাদের অনেকেই চলে যাচ্ছেন। স্বাধীনতার পঞ্চাশ বছরে আমরা চেয়েছি পঞ্চাশ জনকে সম্মাননা দিতে। দুটি ক্যটাগরিতে এই সম্মাননা দেওয়া হবে। একটি হচ্ছে গেজেট, অন্যটি ভাতা।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ বছরে এমন আয়োজন হয়েছে কিনা আমার জানা নাই। আমরা প্রাথমিকভাবে পঞ্চাশ জনকে সম্মাননা দিচ্ছি। পরবর্তীতে এর ধারাবাহিকতা চলমান থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস‌এম রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রামে যারা ভালো অবদান রেখেছেন তাদেরকে সম্মাননা দিচ্ছি। এজন্য আমরা চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের কাছে চিঠি পাঠিয়েছি। তাদের থেকে তালিকা নিয়ে আমরা সম্মাননা দিব। কারা কারা পাচ্ছেন সেটা চমক হিসেবেই থাক।’

এসময় গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসের কর্মসূচি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস‌এম মনিরুল হাসান বলেন, ‘২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে ওই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন ও সংক্ষিপ্ত আলোচনা সভা হবে এ দিবসে স্মরণে রাত ৯টায় এক মিনিট ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হবে।’

তিনি বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে রাত ১২টা এক মিনিটে স্বাধীনতা স্মৃতি স্তম্ভ চত্বরে বিউগল বাজিয়ে স্বাধীনতা দিবসকে স্বাগত জানানো হবে। এছাড়া বিশেষ প্রার্থনা, জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা স্মৃতি স্তম্ভ ও বঙ্গবন্ধু চত্বরে পুষ্পস্তবক অর্পণ, স্বাধীনতা র‍্যালি ও শহিদ আব্দুর রব হল মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপ উপাচার্য বেনু কুমার দে, চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনএ/নবাব,এমএফ

Loading


শিরোনাম বিএনএ