26 C
আবহাওয়া
২:২১ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীজুড়ে তীব্র গ্যাস সংকট

রাজধানীজুড়ে তীব্র গ্যাস সংকট

রাজধানীর কয়েক জায়গায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএনএ ডেস্ক, ঢাকা: লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীজুড়ে হঠাৎ চরম গ্যাস সংকট দেখা দিয়েছে। সোমবার (২২ মার্চ) দিবাগত রাত থেকেই বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যায়। এরইমধ্যে অনেক এলাকায় গ্যাস সরবরাহ নেই বললেই চলে। মঙ্গলবার সকাল থেকে নগরীর অধিকাংশ বাসাবাড়িতে রান্না নিয়ে সমস্যা দেখা দিয়েছে।

রাজধানীর সিএনজি স্টেশন ও ঢাকার আশপাশের কারখানাগুলোতেও গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ সমস্যা মঙ্গলবার দিনভর রাজধানীবাসীকে ভোগাতে পারে বলে তিতাস গ্যাস সূত্রে জানা গেছে।

তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল এম নুরুল্লাহ বলেন, সোমবার রাতে রাজধানীর আমিনবাজারে একটি ফিডার লাইন সড়ক ও জনপদ বিভাগের রাস্তা সংস্কার কার্যক্রমে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মেরামত কাজ চলছে।

তিনি বলেন, ডেমরা লাইন দিয়ে সরবারহ বাড়িয়ে গূরুত্বপূর্ণ এলাকার গ্যাসের চাপ বাড়ানোর প্রচেষ্টা চলছে। সন্ধ্যা নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে বলে তিনি আশা করছেন।

তিতাসের একটি সূত্র জানিয়েছে,  ভিভিআইপি চলাচলের জন্য এখন এই মেরামত কাজ বন্ধ আছে। দুপুরে আবার কাজ শুরুর কথা রয়েছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ