26 C
আবহাওয়া
৩:০৫ পূর্বাহ্ণ - মে ৭, ২০২৫
Bnanews24.com
Home » সমন্বয়কদের সহযোগিতা পায়নি জুলাই আন্দোলনে ধর্ষিতা তরুণী!

সমন্বয়কদের সহযোগিতা পায়নি জুলাই আন্দোলনে ধর্ষিতা তরুণী!


বিএনএ ডেস্ক : ছাত্র–জনতার আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট নারায়ণগঞ্জে ধর্ষণের শিকার হওয়া এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্ত: স্বত্ত্বা হয়ে পড়েছেন। প্রশাসনের সঙ্গে কথা বলে অপরাধীদের শাস্তির আওতায় আনার বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ও নির্বাহী কমিটির সদস্য নুসরাত তাবাসসুমকে বারবার জানালেও তিনি কারও সহযোগিতা পাননি।

YouTube player

শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স নামের দুটি সংগঠন ‘আন্দোলনে নারীর শক্তি, নারীর কথা: শিক্ষা, নেতৃত্ব ও সম্ভাবনার দিগন্ত’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে অংশ নিয়ে ওই তরুণী ধর্ষণের শিকার হওয়ার কথা জানান। তাঁর এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে।

অভিযোগকারী তরুণী বলেন, গণ আন্দোলন চলাকালে ‘২০–২৫ জন নারায়ণগঞ্জের টোলারাম কলেজের পাশের কলেজ রোডের গলিতে আজমেরী ওসমানের বাড়ির নিচে একটা অফিসে নিয়ে যায়। সেখানে দুইজন তাকে ধর্ষণ করে। নভেম্বরের ১০ তারিখে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন। ৩১ ডিসেম্বর তার গর্ভপাত হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই তরুণীর অভিযোগের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন অভিযোগ অস্বীকার করে বলেন, ওই ছাত্রীকে সব রকম সাহায্য দিতে চাওয়া হয়েছিল। তার পরিবারের সঙ্গে কথা বলে তার সুচিকিৎসা, নারায়ণগঞ্জের ঘটনাস্থলে তদন্ত, মামলা সব কিছুর কথা বলা হয়েছিল। কিন্তু সে চেয়েছিল অন্য কিছু, যা তার অনুমতি ব্যতিরেকে আমি সেটা প্রকাশ করতে পারছি না।

বিএনএনিউজসৈয়দ সাকিব/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ