বিশ্ব ডেস্ক: লেবাননের হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের শহীদ চেয়ারম্যান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের মরদেহ আগামীকাল ২৩শে ফেব্রুয়ারী ২০২৫ তারিখে দক্ষিণ লেবাননে দাফন করা হবে।
লেবাননের রাজধানী বৈরুতের ‘কামিল শামুন’ স্টেডিয়ামে মূল জানাজা অনুষ্ঠান হবে।
জানাজায় অংশ নিতে ইয়েমেন, ইরাক, তিউনিসিয়া, মৌরিতানিয়া, তুরস্ক এবং ইরানের সরকারি প্রতিনিধিদল ইতোমধ্যে বৈরুতে পৌঁছেছে।
এদিকে লেবাননের হিজবুল্লাহর শহীদ মহাসচিবের পুত্র সাইয়্যেদ মোহাম্মদ মাহদী নাসরুল্লাহ তার বাবার জানাজায় যোগদানের জন্য জনগণকে আমন্ত্রণ জানিয়ে এক বক্তৃতায় বলেন, “সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর জানাজায় অংশগ্রহণ করা হলো নিজের অবস্থান ঘোষণা করার এবং শহীদ নাসরাল্লাহর প্রতি বাস্তব ভালোবাসা প্রদর্শনের দিন।”
মোহাম্মদ মাহদী নাসরুল্লাহ বলেন, “শত্রু, বিরোধী এবং অশুভ কামনাকারীরা যেকোনো উপায়ে জানাজা অনুষ্ঠানটি যাতে না হয় তার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল।”
এদিকে শহীদ হাসান নাসরুল্লাহ এবং শহীদ সাফিউদ্দিনের জানাজায় যোগদানের জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফের নেতৃত্বে ইরানের রাষ্ট্রীয় কর্মকর্তাদের একটি দল লেবাননে গেছে।
গাজায় এক বছর ধরে অপরাধযজ্ঞ চালানোর পর ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর লেবাননের হামলা জোরদার করে দখলদার ইসরাইল। এর দক্ষিণ বৈরুতের দাহিয়া এলাকায় বোমা হামলা চালিয়ে লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে শহীদ করে।
এরপর ৩ অক্টোবর হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান এবং সাইয়্যেদ হাশেম সাফি উদ্দিনও বৈরুতে ইসরাইলি বিমান হামলার শিকার হন এবং শাহাদাৎবরণ করেন। সূত্র : পার্স টুডে।
এসজিএন