26 C
আবহাওয়া
৩:৪৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২২, ২০২৫
Bnanews24.com
Home » ’যারা মারা গেছেন এবং যারা আঘাত পেয়েছেন তাদের ভুলে যাওয়া যাবে না।’

’যারা মারা গেছেন এবং যারা আঘাত পেয়েছেন তাদের ভুলে যাওয়া যাবে না।’

জাপানের সম্রাট নারুহিতো

বিশ্ব ডেস্ক:  জাপানের সম্রাট নারুহিতো তার জন্মদিনে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য মঙ্গল কামনা করেছেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে এক বাণীতে বলেন, ‘আমি বিশ্বাস করি, অতীত সম্পর্কে আমাদের বিশদভাবে জানা প্রয়োজন, আরো গভীরভাবে শান্তির প্রতি ভালোবাসা লালন করা গুরুত্বপূর্ণ। যারা মারা গেছেন এবং যারা আঘাত পেয়েছেন তাদের ভুলে যাওয়া যাবে না।’ খবর এএফপির।

তিনি বলেন, বিশ্ব এখনো যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ ভুগছে। আমি বিশ্বাস করি যে, বিভিন্ন মূল্যবোধকে সম্মান এবং গ্রহণ করে এমন একটি সহনশীল সমাজ এবং একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আরো বৃহত্তর সহযোতা প্রয়োজন।

জাপান ১৫ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উদযাপন করবে।

১৯৪৫ সালের আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানে দু’টি পারমাণবিক বোমা নিক্ষেপের পর যুদ্ধের সমাপ্তি ঘটে।

নারুহিতো তার ৬৫তম জন্মদিনের আগে সংবাদ মাধ্যমকে দেয়া এক বক্তব্য বলেন, ‘আমি আশা করি এই বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী আমাদের হৃদয়ে শান্তি মর্ম স্মরণ রাখা এবং শান্তির প্রতি আমাদের অঙ্গীকার পর্যালোচনার একটি উৎসব হবে।’

জাপানের সম্রাট বলেন, ’আমি বিশ্বাস করি, যুদ্ধের যে মর্মান্তিক অভিজ্ঞতা এবং ইতিহাস হয়েছে সেই অভিজ্ঞতা এবং ইতিহাস সেই প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া গুরুত্বপূর্ণ যারা এটি সম্পর্কে জানে না।’

তিনি আরও বলেন, ‘হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা টোকিও এবং অন্যান্য শহরে বিমান হামলা, ওকিনাওয়ায় স্থল যুদ্ধ এবং ইওজিমা এবং বিদেশে ভয়াবহ যুদ্ধে অনেক মূল্যবান প্রাণহানি ঘটেছে।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ